নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা – ২০২১ (২৮ মার্চ) এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, চারঘাট, রাজশাহীর জন্য নিম্নে বর্ণিত এমপিও শূন্যপদে কর্মচারী নিয়োগ করা হবে।

(০১ ) কম্পিউটার ল্যাব অপারেটর – ০১ (এক) জন, শিক্ষাগত যোগ্যতা- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩ (তিন) বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা/ সমমান। অথবা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/ সমমান। এইচ.এস.সি/ সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ (ছয়) মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। সমগ্র শিক্ষা জীবনে ০১(এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহনযোগ্য নহে। বেতন স্কেল- ৯৩০০- ২২৪৯০ , গ্রেড- ১৬।

(০২ ) নিরাপত্তা কর্মী – ০১ জন, শিক্ষাগত যোগ্যতা- জে.এস.সি/জে.ডি.সি/ সমমান। বেতন স্কেল- ৮২৫০- ২০০১০ , গ্রেড- ২০।

(০৩ ) নৈশ প্রহরী -০১ জন, শিক্ষাগত যোগ্যতা- জে.এস.সি/জে.ডি.সি/ সমমান। বেতন স্কেল- ৮২৫০- ২০০১০ , গ্রেড- ২০।

(০৪ ) পরিচ্ছন্নতা কর্মী- ০১ জন, শিক্ষাগত যোগ্যতা- জে.এস.সি/জে.ডি.সি/ সমমান। বেতন স্কেল- ৮২৫০-২০০১০ , গ্রেড- ২০।

সকল পদের বয়সসীমা অনুর্ধ্ব ৩৫ বছর (সমপদে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)। বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে আগামী ০৯/০৫/২০২৪ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সোনালী ব্যাংক লিঃ, চারঘাট শাখা, রাজশাহীর অনুক’লে ০১ নং পদের জন্য ১০০০/=(এক হাজার) টাকা । ০২, ০৩ ও ০৪ নং পদের জন্য ৫০০/=(পাঁচশত ) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, ২(দুই) কপি ছবি ও প্রয়োজনীয় কাগজ প্রত্রাদিসহ প্রধান শিক্ষক বরাবরে আবেদন করতে হবে।

 

kgpurhs Job Circular
kgpurhs Job Circular News

দৈনিক রাজবার্তা

দৈনিক ভোরেরডাক